নবনির্বাচিত পাঁচ বারের সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সোরহাব হোসেনের দায়িত্বভার গ্রহন
মামুন হোসেন রৌমারি কুড়িগ্রাম প্রতিনিধিঃ
চিলমারী উপজেলার ৬নং অষ্টমীর চর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সোরহাব হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় অষ্টমীর চর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দায়িত্বভার গ্রহণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দায়িত্বভার গ্রহণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি শওকত আলী বীরবিক্রম ।
অষ্টমীর চর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এরশাদুল ডাঃ, সাবেক চেয়ারম্যান আবু তালেব ফকিরের সভাপতিত্বে অষ্টমীর চর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জহুরুল মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-রৌমারি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ মুজিবর রহমান বঙ্গবাসি,অষ্টমীর চর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুর-হোসেন,অষ্টমীর চর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোঃ তারিপুল্লা,২নং ওয়ার্ডের মেম্বার মোঃ হালিম মিয়া, সহ সকল সদস্য বিন্দু প্রমুখ।
নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সোরহাব হোসেন তার বক্তব্যে বলেন, সালিশ বাণিজ্য, মাদক আর জুয়ার সঙ্গে কোনো আপস করব না। কারণ মাদক আগামী প্রজন্মকে ধ্বংস করলে দেশ পিছিয়ে যাবে।
উল্লেখ্য, গত ৩১ ফেব্রুয়ারি ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি আনারস প্রতীক নিয়ে বিজয়ী হন। সভা শেষে নবনির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন। অষ্টমীর চর ইউনিয়ন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।