মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন” বামনডাঙ্গা বহুমুখী জনকল্যাণ সংঘ
ফাহিম হাসানঃস্টাফ রিপোর্টার-গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বামনডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন বামনডাঙ্গা বহুমুখী জনকল্যাণ সংঘ।
জানাযায়,(২৬শে মার্চ )শনিবার বামনডাঙ্গা কেন্দ্রীয় শহিদ মিনারে ১২টা ১মিনিটে স্বাস্থ্যবিধি মেনে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সকল শহীদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছেন।
এসময় উপস্থিত ছিলেন,বামনডাঙ্গা বহুমুখী জনকল্যাণ সংঘ’র সভাপতি রাকিব মোহাম্মদ হাদিউল ইসলাম, ১নং বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার,বামনডাঙ্গা বহুমুখী জনকল্যাণ সংঘ’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মেহেদী রাসেল, বামনডাঙ্গ ইউনিয়ন পরিষদের ৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত সদস্য সালমা বেগম, নুর-আলম,আশিকুর রহমান আশিক, মামুনুর রশীদ প্রমূখ।পরে এক মিনিট নীরবতা পালন শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।