একটি মানবিক সাহায্যের জন্য সমাজের বিত্তশালিদের আকুল আবেদন
বাচতে চাই ছোট্ট আয়াত আয়ান দুই ভাই
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
চট্টগ্রাম মহানগরীর ৩৮ নং ওয়ার্ড,নিশ্চিন্তাপাড়া বন্দর এলাকায় যার বসবাস নাম তৌফিক দুই সন্তানের পিতা,চাকরি করেন বেসরকারি একটা প্রতিষ্ঠানে পিয়ন পদে,মাত্র ৮০০০ টাকা বেতনের চাকরি করে চলে তার অভাবের সংসার। ২০১৬ সালে তার বড় ছেলে আয়াত রিক্সায় মাথায় আঘাত প্রাপ্ত হয়,আয়াতের বাবার স্বপ্ন ছিল ছেলেকে কোরানে হাফেজ বানাবে ,ভর্তি করান ও স্থানীয় একটি মাদ্রাসায়,একটু বড় হতেই দেখা দেই আয়াতের চোখের জটিলতা,যখন মাদ্রাসার হুজুররা বুঝতে পারেন শিশুর চোখের কোনো সমস্যা হচ্ছে, পরিবারের কাছে জানানোর পর তৌফিক চিকিৎসা নিতে যান বাংলাদেশ আই হসপিতাল চটগ্রাম শাখায়,চিকিৎসকরা জানান তার একটি চোখ নষ্ট হওয়ার পথে দ্রুত চিকিৎসা নিতে হবে,চিকিৎসা শুরু করেন আত্বীয় স্বজনদের সহযোগীতায়,প্রায় ১৫০০০০ টাকা খরচের পরও সমাধান হয়নি চোখের,দরকার আরো উন্নত চিকিৎসা এবং টাকার,এরই মধ্যে জন্ম নেই দ্বিতীয় সন্তান আয়ানের,জন্মের পর থেকে অসুস্থ, নিয়ে যাওয়া হয় স্থানীয় ডাক্তারের কাছে, চিকিৎসক জানান আয়ানের হার্ট এ সমস্যা রয়েছে, তা জানতে পেরে পরিবার শিশুটিকে নিয়ে যায় এভার কেয়ার হাসপাতাল চট্টগ্রাম শাখায়,যেখানে ইকোর মাধ্যমে জানা যায় রয়েছে হার্টে ছিদ্র যা দিন দিন বড় হতে চলেছে,ডাক্তারের পরামর্শ মতে লাগবে ৬ মাস এর ভিতর অপারেশন, যা করতে প্রয়োজন হবে ৩ লাখের ও বেশি,এই দুই সন্তানের চিকিৎসা খরচ চালানো একজন পিয়ন পিতার পক্ষে কোনভাবেই সম্ভব না অনন্যানোপায় হয়ে সমাজের বিত্তশালী,দানবীর মহামানবদের নিকট ও সামাজিক সংগঠন গুলো একটু আর্থিক সাহায্যের হাত বাড়ালে হয়তো আয়াত হতে পারবে একজন কোরানে হাফেজ,আয়ান বাঁচবে তার মার কোলে,হাসি ফুটবে তৌফিকের সংসারে
সাহায্য সহযোগিতা কামনায় অসুস্থ আয়ান আয়াতের অসহায় গরীব বাবা
তৌফিক
বিকাশ–01825137253
কমার্শিয়াল ব্যাংক সিলন–
একাউন্ট নং–8815002573