র্যাব পরিচয় দেওয়া প্রতারকরা এখন র্যাবের জালে!
রায়হান হোসাইন, বিভাগীয় প্রধান, চট্টগ্রামঃ-
র্যাবের মেজর ও পুলিশ প্রধান আইজিপির ভাই পরিচয়দানকারী মো মিনহাজ ও মো আবু বশর নামক দুই প্রতারককে আটক করেছে র্যাব-৭। গতকাল রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানার নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, আটক দুই প্রতারক নিজেদের কখনো র্যাবের মেজর আবার কখনো পুলিশ প্রধানের (আইজিপি) ভাই পরিচয় দিয়ে মানুষকে হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ করতো।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গত ১৬ মার্চ গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি, র্যাবের কথিত মেজর ও আইজিপির ভাই পরিচয় ব্যবহার করে হুমকি দিয়ে প্রতারণা করে আসছিল।
আটকের পর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা নিজেদেরকে কখনো র্যাবের মেজর ও কখনও পুলিশ প্রধানের ছোট ভাই পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে অসাধুভাবে লাভবান করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করতো।