নওগাঁ মান্দায় ভুট্টাক্ষেত থেকে হাত-পা বাঁধা কিশোরের মরাদেহ উদ্ধার
নওগাঁ জেলা প্রতিনিধি ইতিমুনি-
নওগাঁ জেলার মান্দা উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে এক কিশোরের হাত-পা বাঁধা অবস্থায় মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়,
মৃত ইউসুফ আলী (১২) মান্দা উপজেলার কাঁশোপাড়া (ভরট্ট কাঠেরডাঙ্গা) গ্রামের রেজাউল করিমের ছেলে।
সোমবার(২১ মার্চ) দুপুরে মান্দা উপজেলার গঙ্গারামপুর গ্রাম একটি ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়ছে।
নিহতের পরিবার জানায়, গতকাল রবিবার বেলা ২.৩০মিনিট থেকে ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা । কে বা কাহারা তাকে পরিকল্পিতভাব হত্যা করে ফেলে রেখে গেছে।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির মৃতদেহ একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করেছে। তিনি বলেন, শিশুটির চোখ এবং গোপনাঙ্গের অংশে ক্ষতচিহ্ন রয়েছে।
ময়না তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।দ