কুড়িগ্রাম জেলা পুলিশের বডি ওর্ন ক্যামেরা চালু
রুহুল আমিন রুকু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
ট্রাফিক বিভাগ কুড়িগ্রামের আয়োজনে ‘বডি ওর্ন’ ক্যামেরা চালু করেছে জেলা পুলিশ কুড়িগ্রাম। শহরের শাপলা চত্বরস্থ ট্রাফিক বক্সে সোমবার ২১ মার্চ সকাল ১১টায় কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা আনুষ্ঠানিকভাবে বডি ওর্ন ক্যামেরার শুভ উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, এখন থেকে কুড়িগ্রাম জেলার দায়িত্বরত ট্রাফিক ও বিভিন্ন থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের শরীরে লাগানো থাকছে বিশেষ এই ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে মাঠ পর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। শুধুমাত্র পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে এই উদ্যোগ। তবে এর মাধ্যমে নাগরিকদের গতিবিধি নজরদারির কোনো সিদ্ধান্ত পুলিশের নেই বলে তিনি জানিয়েছেন।
কুড়িগ্রাম ট্রাফিক বিভাগ আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন (প্রশাসন), সুশান্ত চন্দ্র রায় (অপরাধ ও অপারেশন), মোঃ জিয়াউর রহমান (কুড়িগ্রাম সার্কেল), মোঃ মহিদুল ইসলাম (উলিপুর সার্কেল) ট্রাফিক ইনচার্জ জাহিদ সারোয়ার, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি খাজা ইউনুছ ইসলাম ঈদুল প্রমুখ।
অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জেলার ৮ টি থানার অফিসার ইনচার্জদের বুকে বডি ওর্ন ক্যামেরা লাগিয়ে দেন।
তিনি আরো জানান, প্রাথমিক পর্যায়ে ৪০টি বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে এবং পরবর্তিতে ট্রাফিক পুলিশ সহ সকল পুলিশ এই ক্যামেরার আওতায় আসবে।