লালমনিরহাটে এক লক্ষ এক হাজর নয়শত চল্লিশ উপকারভোগীকে টিসিবির পণ্য দেয়া শুরু।
এসএম সাজু, লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটে এক লক্ষ এক হাজর নয়শত চল্লিশ উপকারভোগীকে টিসিবির পণ্য দেয়া শুরু হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় লালমনিরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডে জেলা প্রশাসক জেলা প্রশাসক মোঃ আবু জাফর টিসিবির পণ্যের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সারা দেশের ন্যায় লালমনিরহাটেও আজ হতে নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু করা হয়েছে। এসব পন্য সুষ্ঠু ও নিয়ম মাফিক সরকারি ভাবে এসব পণ্য মানুষের মধ্যে বিক্রয় হবে।
জেলা প্রশাসক মোঃ আবু জাফর বলেন, জেলায় সর্বমোট এক লক্ষ এক হাজর নয়শত চল্লিশ উপকারভোগী পাবেন টিসিবির পণ্য। এর মধ্যে পৌরসভাসহ সদর উপজেলায় ত্রিশ হাজার আটশত চারজন, আদিতমারীতে ষোল হাজার তিনশত ষোল, কালীগঞ্জে সতেরো হাজার দুইশত একত্রিশ, হাতীবান্ধায় আঠারো হাজার ছিয়াশি, পাটগ্রাম পৌরসভাসহ উপজেলায় উনিশ হাজার পাঁচশত দুইজন উপকারভোগী এসব পন্য ক্রয় করতে পারবেন।
তিনি আরো বলেন, এবারে মসুর ডাল ৬৫ টাকা, চিনি ৫৫ টাকা সয়য়বিন তেল ১১০ টাকা ও ছোলা ও খেজুর ২য় পর্যায়ে বিক্রয় করা হবে।
সুবিধারভোগীরা এসব পন্য মাত্র ৪৬০ টাকায় ক্রয় করতে পারবেন। এসব পণ্য বিক্রয়ের সময় সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়নেও ১৩ সদস্য বিশিষ্ট একটি টিম থাকবে যার প্রধান থাকবে ওই সব ইউনিয়নের চেয়ারম্যান। দুইটি মনিটরিং টিমই সকাল দশটা হতে বিকেল পাঁচটা পর্যন্ত পর্যাবেক্ষণ করবেন পণ্য বিক্রয় না হওয়া পর্যন্ত।
এ বিষয়ে লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন বলেন, আজ লালমনিরহাট পৌরসভায় আজ রবিবার সকাল থেকে একটও ওয়ার্ডে এসব টিসিবির পণ্য বিক্রয় করা শুরু হল। প্রথম পর্যায়ে এ কার্যক্রম চলবে রমজানের আগ পর্যন্ত এবং আগামী ১৫ রমজানের পর দ্বিতীয় পর্যায়ে টিসিবির পণ্য বিক্রয় করা হবে।