ইসমাইল ইমন,চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির পরিচিতি সভা আসক’র চট্টগ্রাম আগ্রাবাদস্থ শেখ মুজিব সড়কের ওয়ালী ম্যানশনের অস্থায়ী কার্যালয়ে বৃহস্পতিবার ১৭ই মার্চ বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর, স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ কারি শহীদ এম এ হান্নানের সুযোগ্য পুত্র, সংগঠনের প্রধান উপদেষ্টা ছৈয়দ মাহফুজ হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিঃ সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব, সহ-সভাপতি নাসির উদ্দিন মজুমদার, সহ-সভাপতি ইয়াসিন ভূঁইয়া। উপদেষ্টা হারুন চৌধুরী। যুগ্মসাধারণ সম্পাদক ইসমাইল ইমন, যুগ্মসাধারণ সম্পাদক লায়লা ইয়াসমিন, যুগ্মসাধারণ সম্পাদক এম এ নাইম।সাংগঠনিক সম্পাদক মিথিলা চৌধুরী।
বক্তব্য রাখেন নাসির মোল্লা, রাজিব চৌধুরি, মোঃ কামাল, ওয়াসিম,নীরব, নাঈমুর রহমান, জাকির হোসেন, জাকারিয়া, আনিসুল ইসলাম ও লিটন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। সেই সাথে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরে সকল সদস্যদেরকে আত্মমানবতার সেবায় পাশে থাকার আহ্বান জানান।
সভাশেষে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিনের কেক কেটে, বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।