বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে সিএমপি’র মেলা উদ্ভোধন!
রায়হান হোসাইন, চট্টগ্রামঃ- প্রধান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ এবং মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত হল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশরাফ উদ্দিন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার স্টলসমূহ পরিদর্শন করেন। সপ্তাহব্যাপী আয়োজিত এই মেলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। উদ্ধোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।