নওগাঁয় ৫দিন ব্যাপী উচ্চাঙ্গ নৃত্য কর্মশালা
নওগাঁ জেলা প্রতিনিধি ইতিমুনি-
নৃত্যের তালে তালে বাঁজাও বীণ,,আঁধার কাটিয়ে আসুক সু-দিন । এই পতিপাদ্যকে সামনে রেখে নিত্যাঞ্জলী একাডেমি নওগাঁর আয়োজনে প্রথমবারের মতো সুদূর কলকাতা থেকে উচ্চাঙ্গ নৃত্যের কর্মশালার আয়োজন করছে।
আগামী ২০মার্চ থেকে ২৫মার্চ পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষক হিসেবে থাকছে সুমি সাহা। তিনি ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস অ্যাওয়ার্ডপ্রাপ্ত কলকাতার গুনি নৃত্য শিল্পী।
নওগাঁ একাডেমির পরিচালক মোঃ শহিদুল ইসলাম সেলিম বলেন, প্রতিবছর আমরা এমন উদ্যোগ নিয়ে থাকি, গত দু’বছর যাবৎ করোনা মহামারী (কোভিড ১৯) এর কারণে আমরা অনেকটা পিছিয়ে পড়েছিলাম।
আঁধার কাটিয়ে নতুন আলোর পথে আমরা উদ্যোগ নিলাম উচ্চাঙ্গ নৃত্যের কর্মশালা। আমাদের ডাকে সাড়া দিয়ে সুদূর কলকাতা থেকে আমাদের এই অনুষ্ঠানে ৫দিন ব্যাপী সাথে থাকছেন ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস অ্যাওয়ার্ডপ্রাপ্ত কলকাতার গুনি নৃত্য শিল্পী সুৃমি সেন কুন্ডু।