ইউক্রেন – রাশিয়া যুদ্ধ ত নয়,
বিশেষ প্রতিবেদন সময়ের পথ
যেন বাংলাদেশের নৃত্য প্রয়োজনীয় জিনিস পত্রে ‘র বাড়ার যুদ্ধ। যুদ্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেন আর জিনিসপত্রের দাম বাড়ছে হুর হুর করে বাংলাদেশের বাজারে এটা কেমন নিয়ম। এত কিছু থাকতে, ও বাজারে, কোন কিছু র দাম বৃদ্ধি করছে কিছু অসাধু ব্যবসা-সম্পৃক্ত মজুদদার, তেল,চিনি,আটা,চাউল, থেকে শুরু করে, ইট,বালু সিমেন্ট,
সব কিছু দাম যেন যুদ্ধের মতো বেড়েই চলেছে,? এত অভিযান এত জরিমানা করে ও জিনিসপত্রের দাম কমানো যাচ্ছে না। গত বুধবার সিমেন্ট ছিল,৪০০/- বৃহস্পতিবার বেড়ে দাড়িয়েছে, প্রতি বস্তুা ৪৮০/- টাকা করে। রড,প্রতি টন ছিল। ৭৫০০০/- করে বেড়েছে, ৯২০০০/- টাকা,টন করে বিক্রি হচ্ছে। দোকান ব্যবসায়িরা বলছে কোম্পানি বাড়ালে আমরা কি করব। খেটে খাওয়া মানুষ গুলি, ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। সাধারণ মানুষ দিশেহারা অবস্থা দিন যাপন করছে।