হরিনাকুণ্ডুতে ভোজ্য তেল মজুদের দায়ে ২ দোকানিকে ৯৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন
বাজারে সয়াবিন তেলের সঙ্কটের মাঝে অবৈধ মজুদের
দায়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের রামনগর(বটতলা) দুই দোকানিকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ মার্চ) বিকালে হরিনাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের রামনগর (বটতলা) বাজারের দুইটি দোকানের গোডাউনে অভিযান চালিয়ে ভ্রাম্যামাণ আদালত এ জরিমানা করেন হরিনাকুণ্ডু সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে রামনগর বটতলা বাজারের জিন্দার স্টোর ও বিধান স্টোরের গোডাউনে বিভিন্ন ও ড্রামে সয়াবিন তেলের অবৈধ মজুদ পাওয়া যায়। অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টির দায়ে রামনগর বটতলা গ্রামের মন্টু মন্ডলেরের ছেলে জিন্দার আলীর জিন্দার স্টোরকে ৫০ হাজার এবং জোড়াদহ গ্রামের স্বরজীত শাহ্ এর পুত্র বিধান শাহ্কে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। উভয়েই জরিমানার অর্থ পরিশোধ করেছেন বলেও জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সেলিম আহমেদ সাংবাদিকদের বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছিল বলে জেনেছি। হরিনাকুণ্ডু কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও ছিল গোপন সংবাদের ভিত্তিতে বাজারের ২টি দোকানে আমরা অভিযান পরিচালনা করি। সময় আরও বেশ কিছু দোকানী দোকান বন্ধ করে পালিয়ে যায়।
তারা ভোজ্যতেল অবৈধভাবে মজুদ করে রেখেছিল।
অভিযানকালে তারা আদালতের কাছে অভিযোগ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। পরে আদালত তাদের দুজনকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।
যার মামলা নং ৪৪ ও ৪৫/২০২২ আমরা আরও অনেক অভিযোগ পেয়েছি। অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে এএসআই আমিরুলের এর নেতৃত্বে থানা পুলিশ এবং নির্বাহী অফিসারের অফিস সহকারী আসাদুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের সার্টফিকেট সহকারী রাসেল আহম্মেদ সহযোগিতা করেন।