দামুড়হুদায় আইন শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
জাহাঙ্গীর আলম মানিক দামুড়হুদা চুয়াডাঙ্গা
দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আর বলেন বাল্যবিবাহ, চোরাচালান মাদকপাচার সন্ত্রাস ও নাশকতা আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদে সভা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, আলী মুনছুর বাবু।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদ আইন-শৃঙ্খলা কমিটির সদস্য বিন্দু। দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীর, সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কর্মকর্তা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন সভাটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার।