চট্টগ্রামে ট্রেনের টিকেট গিলে খাচ্ছে কালোবাজারিরা–আটক ১!
রায়হান হোসাইন, চট্টগ্রামঃ-
অনলাইনে টিকিট ছাড়া মাত্রই তা হাওয়ায় মিলিয়ে যায়। আবার স্টেশনের কাউন্টারেও টিকিট নেই। শেষ পর্যন্ত দ্বিগুণ দামে সেই টিকিট মিলেছে স্টেশনের আশপাশে ঘুর ঘুর করা লোকজনের হাতে। এভাবে পকেটে টিকিট রেখে কালোবাজারি করার সময় হাতেনাতে ধরা পড়েছেন মো. জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। যিনি দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারি চক্রে জড়িত আছেন বলে বলছে পুলিশ।
বুধবার (৯ মার্চ) দুপুরের চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ৬টি টিকিট। যার বিপরীতে রয়েছে বুধবারের ২০টি আসন।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান, জাহাঙ্গীর আলম কালোবাজারি চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে ট্রেনের টিকেট কালোবাজারি করে কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়েছে।