রৌমারীতে উপজেলা প্রেসক্লাবের ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মামুন হোসেন রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি
নানা কর্মসূচি ও উৎসব মুখর পরিবেশে কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা প্রেসক্লাব এর ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার(৮ মার্চ ) সকাল ৯ টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১০ টায় র্যালী, সকাল ১১ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ্ ও উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালী রৌমারী বাজারের প্রধান প্রধান,সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে শেষ হয়।
উক্ত অনুষ্ঠান র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা রেজাউল ইসলাম মিনু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা হারুনর রশিদ, রৌমারীর প্রবীন সাংবাদিক মতিয়ার রহমান চিশতী, উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোস্তাফিজুর রহমান তারা, সহসভাপতি ও বাংলা টিভির রৌমারী প্রতিনিধি মাজহারুল ইসলাম, সাধারন সম্পাদক ও করতোয়া পত্রিকার রৌমারী প্রতিনিধি শওকত আলী মন্ডল, সহসাধারণ সম্পাদক সুখ বাদশাহ, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার রৌমারী প্রতিনিধি মাসুদ পারভেজ রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন, প্রচার সম্পাদক রাসেল ইসলাম রিপন,কোষাধ্যক্ষ তারিক জামিল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হারুন মিয়া, সমাজ কল্যান সম্পাদক সোলাইমান হোসেন সোহেল, ক্রীড়া সম্পাদক রেজাউল ইসলাম,দপ্তর সম্পাদক লিমন আহমেদ, সাধারণ সদস্য আনছার আলী তুহিন,জয়নাল আবেদীন, আবু হানিফ,রবিউল ইসলাম, সুমন আহমেদ, মো: ফরিদ উদ্দিন, জাহিদুল ইসলাম জাহিদসহ আরো অনেকে।