অবিলম্বে রাজ্যপালের পদত্যাগ দাবী জানিয়ে প্রতিবাদ সভা করলেন হাওড়া দাসনগরে। ভারত সরকার রাজ্যপালকে ফিরিয়ে না নিলে, গুরুতর আন্দোলনে নামবো, প্রয়োজনে রাস্তায় বসে ধরনা দেব, এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মাননীয় প্রসূন ব্যানার্জী মহাশয়, হাওড়া দাসনগরের তৃণমূলের জয় হিন্দ বাহিনীর এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপালের উপর একরাশ ক্ষোভ উগরে দেন মাননীয় সাংসদ প্রসূন ব্যানার্জী মহাশয় ,তিনি বলেন রাজ্যে প্রায় সব পৌরসভা ভোট হচ্ছে আজ, হাওড়ার মানুষ এত অসুবিধা আছে তা সত্ত্বেও হাওড়া পৌরসভায় ভোট হতে দিলোনা রাজ্যপাল। তিনি আরো বলেন আমরা ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সই সংগ্রহ করবো , এলাকার মানুষ কি চায়, আমরা রাজ্যপাল কি হাওড়ায় ঢুকতে দেবো না বলেও তিনি মন্তব্য করেন মাননীয় সাংসদ প্রসূন ব্যানার্জি, এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন একাধিক নেতা ও নেত্রী, সবার বক্তব্যে একই কথা উঠে আসে, অবিলম্বে রাজ্যপাল কে ফিরিয়ে নিন ,এবং হাওড়া পৌরসভায় ভোট করা হোল না কেন জবাব চাই। রিপোর্টার শম্পা দাস ও সমরেশ রায়