বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির মতবিনিময় সভা রেলওয়ের প্রতিটি স্তরের কর্মকর্তা – নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম।
কর্মচারীকে সৎ ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি , চট্টগ্রামের সাথে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সদ্য যোগদানকৃত প্রধান প্রকৌশলী মো . আবু জাফর মিয়া ও প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী অজয় কুমার পোদ্দারের সাথে এক মতবিনিময় সভা ২৪ ফেব্রুয়ারী সিআরবি’র রেল ভবনে অনুষ্ঠিত হয় । মতবিনিময় সভায়, বাংলাদেশ রেলওয়ের সেবাকে আরো উন্নত ও গতিশীল করার লক্ষ্যে ডিপ্লোমা প্রকৌশলীদের যার যার উপর অর্পিত দায়িত্ব সৎ ও ন্যায় – নীতির সাথে পালন করার আহ্বান জানানো হয় এছাড়াও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সারাদেশে উন্নয়নের যে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়েতেও সারাদেশে নানা উন্নয়নমূলক প্রকল্প চলমান আছে এবং আগামীতেও এ উন্নয়ন ধারা অব্যাহত রাখতে রেলওয়ের প্রতিটি স্তরের কর্মকর্তা – কর্মচারীকে সৎ ও সততার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দেয়া হয়েছে। উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু জাফর , যুগ্ম সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কাজী আনোয়ারুল ইসলাম , প্রকৌশলী শেখ ফরিদ ( এ.ই.ই. ) প্রকৌশলী মোঃ রফিকুল হাসান ( এ.ই.এন ) , প্রকৌশলী মাহমুদ হাসান , কবিরুল আলম , এনায়েত উল্লাহ , বিটু চাকমা , সাইফুল ইসলাম , শওকত আনোয়ার , গোলাম মাওলা , রূপেশ বড়ুয়া , আবু হানিফ পাশা , মাসুদুর রহমান , চট্টগ্রাম শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান , আল এমরান , আশীষ রক্ষিত , কামরুল হাসান , মুরাদ হোসেন , জাহাঙ্গীর আলম , রঞ্জন সরকার , সুবীর সাহা , জুবায়েরসহ চট্টগ্রাম শাখার অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন ।