আগ্রাবাদ ছোট পুলে মহল্লা ও সমাজ পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন।
আব্দুল্লাহ আল ফয়সাল
১৮.০২.২০২২ তারিখে চট্টগ্রাম নগরীর ২৭ নং ওয়ার্ড আগ্রাবাদ ছোটপুল এলাকায় বায়তুল জান্নাত জামে মসজিদ ও ছোটপুল পশ্চিম মহল্লা পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্টিত হয়।২৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর লায়ন মোঃ হোসেন,২৭ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সেকান্দর ও বর্তমান ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার সবুজ এর পরিচালনায় এলাকার সকল শ্রেনীর মানুষের উৎসব মুখর পরিবেশের মাধ্যমে সারাদিন ধরে ভোট গ্রহন হয়,জানা যায় এই ভোট গ্রহনের মাধ্যমে প্রতি ৫ বছর পর এলাকার মানুষ তাদের প্রিয় যোগ্য ব্যাক্তি কে ভোট দিয়ে নির্বাচিত করেন,এলাকার মানুষের সাথে কথা বলে আরও জানা যায় অভিভাবক ছাড়া যেমন কোনো পরিবার সমাজ সুন্দর ভাবে গঠন সম্ভব নয়,ঠিক তেমনি তারা তাদের মহল্লা উন্নয়নের লক্ষে এই নির্বাচন প্রথাটি চালু করেন,সর্বমোট ২৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন বলে জানা যায় ,হাজী আবু জাফর সভাপতি এবং হাজী জামাল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়,বিগত নির্বাচনেও এই দুই প্রাথী বিপুল ভোটে জয়ী লাভ করেছিল, হাজী আবু জাফর সভাপতি পদে পেয়েছে ২৩১ ভোট,হাজী জামাল সাধারণ সম্পাদক পদে পেয়েছে ৩৬৭ ভোট।