শোক সংবাদঃ ডা. সামিনা আক্তারের মৃত্যুতে আমরা “সময়ের পথ” পরিবার শোকাহত‼️
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম এর অ্যানেসথেসিয়া বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা: সামিনা আক্তার (USTC-5th) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দেয়ার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।
উল্লেখ্য, ডা. সামিনা আক্তার আজ বৃহস্পতিবার সকাল ০৯ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে গত দুইদিন যাবত চট্টগ্রাম কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আমরা “সময়ের পথ” পরিবার ঘাতক সিএনজি ড্রাইভারের সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাচ্ছি।