অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে কবি সাইফ সুমনের কাব্যগ্রন্থ ‘ব্যথার বাদ্য’
সাহিত্যের পাতাঃ
নোয়াখালীর পাতা অনলাইন ডেস্কঃ
…………
এবারের একুশের বইমেলায় প্রকাশিত হচ্ছে কবি সাইফ সুমনের নতুন কাব্যগ্রন্থ “ব্যথার বাদ্য”। বইটি প্রকাশ করছে রিদম প্রকাশনা সংস্থা।বইটির প্রচ্ছদ শিল্পি ইকবাল হোসেন সানু।বইটি একুশের বই মেলায় রিদম প্রকাশনের ৩৪৬ ও ৩৪৭ নং স্টল থেকে সংগ্রহ করা যাবে।বইটির প্রকাশক গফুর হোসেন কাব্যগ্রন্থ ‘ব্যথার বাদ্য’ সম্পর্কে বলেন- “প্রেম,বিরহ,দ্রোহ,প্রকৃতি প্রেম ও জীবন দর্শনের এক অনুপম সন্নিবেশ ঘটেছে বইটির কবিতাগুলোতে।আশা করি,বইটি পাঠক প্রিয়তা পাবে।” কবিতার বইটিতে পূর্ণাঙ্গ ২১টি নতুন কবিতা এবং ৬টি শিরোণামহীন কবিতা রয়েছে।
বইটির ভূমিকা লিখেছেন বাংলাদেশ লেখক পরিষদের সভাপতি কবি ও বহুমাত্রিক লেখক সৈয়দ মাজহারুল পারভেজ।’ব্যথার বাদ্য’ কাব্যগ্রন্থ সম্পর্কে মনোভাব প্রকাশ করতে গিয়ে তিনি বলেন-
“কবি ‘ব্যথার বাদ্য’ কাব্যগ্রন্থে অতি তুচ্ছ ঘটানাগুলোকেও দেখেছেন অতিশায়িত করে।তার কবিতায় ছন্দ,অলংকার ও রসের প্রয়োগ স্বাতন্ত্র্যবোধের পরিচায়ক; কবির গদ্যধারার আধুনিক কবিতাগুলো উপলব্ধি ও শিল্পিতায় অনন্য। কবি কাব্যগ্রন্থটিতে প্রথাগত ভাবধারার বাইরে এসে নতুন কিছু সৃষ্টি করতে প্রয়াসী হয়েছেন। তার কবিতার বড় একটি অংশের চিরকালীনতা অবশ্যম্ভাবী। তার কবিতায় নিজস্ব স্বভাব ও মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা সুস্পষ্ট। তার নান্দনিক আত্মচেতনা ও উপস্থাপন রীতি বাংলা সাহিত্য ধারায় তাকে মর্যাদার আসনে আসীন করবে। কবিতাগুলো স্বতন্ত্র কবিতাধারায় এক প্রকার সাহিত্যশিল্পান্দোলন সৃষ্টিতে মোক্ষম ভূমিকা পালন করবে।”
বহুগুণে গুণান্বিত সৈয়দ মাজহারুল পারভেজ বলেন -‘উদীয়মান কবি সাইফ সুমনের মধ্যে আমি দেখেছি এক পৃথিবী সম্ভাবনা; এই সম্ভাবনা সমৃদ্ধ ও স্বাধীন হোক।’
‘ব্যথার বাদ্য’ সম্পর্কে কবি সাইফ সুমন বলেন-
কাব্যগ্রন্থের ‘অক্ষম আক্রোশ’ কবিতায় অসন্তোষ,দ্রোহ ও বিচ্ছেদের সফল এক সমন্বয় সাধিত হয়েছে। কবিতাটিতে মুক্ত ছন্দের ব্যবহার ও হৃদয়গ্রাহী শব্দচয়নে পাঠক অন্যরকম মুগ্ধতা খুঁজে পাবে। ‘তোমাকে ভালবাসার পরে’ একটি অতি সৃষ্টিশীল আধুনিক রোমান্টিক কবিতা।’তালাশ’ কবিতায় আমি অতিমাত্রায় কল্পনা শক্তির প্রয়োগ ঘটানোর চেষ্টা করেছি যার মধ্যে অন্যরকম ভাব ও ভাষার প্রভাব লক্ষ্যনীয়।
কবি আরো বলেন-
‘ধূসর প্রতিকৃতি’ ও ‘নবগঙ্গার প্রতি’ কবিতাদ্বয় প্রকৃতি প্রেমের কবিতা। ‘লাশের আত্মহত্যা’ ও ‘পলায়ন’ কবিতায় জীবনের এক নির্মম ও নিগূঢ় সত্য তুলে ধরার চেষ্টা করেছি। প্রতিকাশ্রয়ী ‘একটি দুঃস্বপ্ন’ কবিতায় দ্রোহ প্রকাশের ভাব,ভাষা ও প্রকাশশৈলীতে প্রতিবাদের নতুনতর দিক তুলে ধরার চেষ্টা করেছি। ‘অবশেষে বুঝে গেছি ভালবাসা কী’ কবিতায় ভালবাসার বাস্তব রূপকে ভাব ও ভাষায় অন্যরকম একটি আবহ আছে।আশা করি ‘ব্যথার বাদ্য’ কাব্যগ্রন্থের প্রতিটি কবিতা পাঠক মহল সানন্দে গ্রহণ করবেন।’
কবি সাইফ সুমনের প্রথম কাব্যগ্রন্থ ‘বিষণ্ণ বীণা’ ২০১৯ সালে প্রকাশিত হয়েছিল।বইটি পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল।এরপর ২০২০ সালে ‘বিধুর বেহালা’ এবং ২০২১ সালে ‘বিক্ষুব্ধ বলাকা’ নামে আরো দুইটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।বই দুটির অভাবনীয় সাফল্যের পর এ বছর প্রকাশিত হতে যাচ্ছে কবির চতুর্থ কাব্যগ্রন্থ ‘ব্যথার বাদ্য’।