রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান জুয়েল এর বদলীজনিত বিদায়ী সংবর্ধনা।
সোহেল রান,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-
কুড়িগ্রামের রাজারহাটে শুক্রবার রাতে অফিসার্স ক্লাবে প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে রাজারহাট উপজেলা স্বাস্হ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ
আসাদুজ্জামান জুয়েল এর বদলীজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার,নুরে তাসনিম,
অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন,অফিসার ইনচার্জ রাজারহাট থানা,
মোঃ রাজু সরকার,
রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,আবুনুর মোঃ আখতারুজ্জামান,
রংপুর সদর সাব-রেজিস্ট্রার রামজীবন কুন্ডু,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম
সাধারণ সম্পাদক,সাজেদুর রহমান মন্ডল চাঁদ,
চাকিরপশার ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম,
প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বদলীজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস.এ বাবলু।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন,কবি ও শিক্ষক মোঃ সরোয়ার হোসেন।
আলোচনা সভা শেষে প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি ও সাধারণ সম্পাদক বিদায়ী কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান জুয়েলের হাতে সন্মাননা স্মারক তুলে দেন।
এরপর সাব-রেজিস্ট্রার রামজীবন কুন্ডু শুভেচ্ছা উপহার ও চাকিরপশার ইউনিয়ন পরিষদের পক্ষ হতে সন্মাননা স্মারক প্রদান করেন।