হরিনাকুণ্ডুতে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
হরিনাকুণ্ডু(ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন
মুজিব বর্ষের আহব্বান, যুব কর্মসংস্থান প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদক,সন্ত্রাস জঙ্গীবাদ, আত্মহত্যা,বাল্যবিবাহ ও করোনাভাইরাস প্রতিরোধে, দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শেষে যাতায়াত ভাতা সহ সনদপত্র বিতরণ করা হয়েছে।
রবিবার ( ৬ ফেব্রুয়ারি) ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে,যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন। নবনির্বাচিত হরিণাকুণ্ডু প্রেস ক্লাবের সভাপতি এইচ মাহবুব মিলু, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রাব্বুল হোসাইন, হরিণাকুণ্ডু উপজেলা প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক আনন্দ টিভি উপজেলা প্রতিনিধি জাফিরুল ইসলাম,প্রশিক্ষণে অংশ গ্রহনকরা বিভিন্ন এলাকা থেকে ৩০ জন যুবক যুবতীকে যাতায়াত ভাতাসহ সনদপত্র বিতারণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা ও প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন বক্তব্যে বলেন আজকের সুশিক্ষিত যুবক যবতী আগামী দিনের রাষ্ট্রনায়ক, নিজেদের সেই ভাবে গড়ে তুলতে হবে,সমস্ত অনিয়মকে উপেক্ষা করে সমাজ পরিবর্তনে সরকারের পাশে দাড়ানো সহ নিজেদের শরীক করতে হবে। সরকারের এসকল প্রশিক্ষণ, তৃণমূল পর্যায়ের যুবক যুবতীদের আত্ম-স্বনির্ভর করার নিজেদের যোগ্য করে গড়ে তুলতে ব্যপক ভূমিকা রাখছে