ত্রিশালে প্রাইভেটকার দূরঘনায় নিহত ১
ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ রবিউল ইসলাম হৃদয়
ময়মনসিংহের ত্রিশালে ড্রাম ট্রাকের পিছনে প্রাইভেটকারের ধাক্কা মারায় প্রাইভেটকারের এক যাত্রী নিহত হয়েছেন।
বুধবার ( ২ ফেব্রুয়ারী )রোজ বুধবার ত্রিশাল থানার বাগান খালেক কাজীর বাড়ী সংগল্ন পার্শ্ব রাস্তা হতে ঢাকা টু ময়মনসিংহগামী লেনে ড্রাম ট্রাক গাড়ির নং-ঢাকা মেট্রোঃ- ড-১২১৬২০ উঠার সময় প্রাইভেটকার গাড়ির নং- ঢাকা মেট্রোঃ- গ-২১-৭৯১৭ এর চালক প্রাইভেটকার টি ড্রাম ট্রাককের পিছনে স্বজোরে ধাক্কা মারলে প্রাইভেটকার দুমরে মুচরে যায় ।
এসময় গাড়ীতে থাকা তিন যাত্রী সহ ড্রাইভার গুরুতর আহত হন । তাৎক্ষনিক স্থানী লোকজন আহতদের দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত ডাক্তার ভালুকা থানার শান্তিগঞ্জ ধীতপুর গ্রামের ফয়জুদ্দিন এর ছেলে ড্রাইভার সবুজকে ভর্তি করো হয় এবং অন্যাদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুর থানার সালনা পুরাবাড়ী গ্রামের আশরাফুল আলম এর ছেলে অর্নব (২২) মারা হন।
ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে দূর্ঘটনার কবলিত ২টি গাড়ি পুলিশ হেফাজতে নেন। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক আছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।