বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ৩য় বর্ষপূর্তিে মতবিনিময় সভা
বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধাঁ বিভিন্ন কুচক্রি মহলের হুমকি, মামলা হামলার প্রতিবাদে ও সততার সাথে দায়িত্ব পালনে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ১লা ফেব্রয়ারী মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন কেইপিজেড এর প্রধান ফটক সম্মুখে অবস্থিত কাসাব্লাংকা রেস্টুরেন্ট এর হল রুমে এ মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। সরকারি মিডিয়া তালিকাভূক্ত ও অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়িত, জাতীয় দৈনিক সোনালী খবর পত্রিকার প্রতিবেদক, মুভমেন্ট ট্রেডিং ডেভেলপমেন্ট লিমিটেড’র ব্যবস্হাপনা পরিচালক ও
বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে ও মহাসচিব দৈনিক নব অভিযান পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ হাসান বিশ্বাসসের সঞ্চালনায়
প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় সহ-সম্পাদক সোহাগ আরেফিন।
প্রধান বক্তার আসনে ছিলেন (বিএমএসএফ) এর চট্টগ্রাম জেলা কমিটির সাবেক সভাপতি ও দৈনিক আলোকিত দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কে এম রুবেল। বিশেষ অতিথির আসনে ছিলেন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব’র সভাপতি অধ্যক্ষ্য মুক্তাদির আজাদ খাঁন,দৈনিক মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোসলেহ উদ্দিন বাহার, নেক্সাস টেলিভিশন এর প্রতিবেদক নাসির উদ্দীন লিটন,
দৈনিক মুক্তবাণী পত্রিকার সিনিয়র প্রতিবেদক মোঃ বাবুল হোসেন বাবলা, সকালের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক মোঃ মঞ্জুরুল করিম সুমন, সংগঠনের অর্থ সচিব মোঃ হায়দার আলী ও চিটাগাং মডেল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। এ সময় বক্তারা সাংবাদিকতার বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন। এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক এমদাদুল হক, আল-আমিন রিফাত, জাকির হোসেন, জাহাঙ্গীর আলম, আজাদ মামুন, এমরান, রাব্বি, স্বপন,আয়েশা আক্তার সহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মী ও সংগঠনের সদস্যবৃন্দ।