সংস্কৃতি আজ বদলে যাচ্ছে—
আদব কায়দা আর ভাষাতে—
শাড়ি, লুঙ্গি খুলে ফেলেছে,
আধুনিক হবার আশাতে।
মা , বাবা ডাক প্রায় উঠেই গেছে–
মাম্মি, ডেডি, পাপার ঠেলাতে।
হারিয়ে যাচ্ছে মিষ্টি মধুর ডাক গুলো—
বিলিতি ভাষার চাপেতে।
হারিয়ে যাচ্ছে মামা জান—
লক্ষিবউ , বুবুজান সেই মিষ্টি ডাক।
খালা , ফুপু, চাঁচি মা আর জেঠী সব—
আজ সবাই আন্টি হয়েই বেঁচে থাক।
রীতি রেওয়াজ, তিথিরা সব
হারিয়ে যাচ্ছে উদাসীনতায়।
বারো মাসে তেরো পার্বণ,
খুঁজতে হবে বইয়ের পাতায়।
হারিয়ে যাচ্ছে সন্ধ্যা বাতি,
ঘোমটা ,আঁচল আদর খানি—
হারিয়ে যাচ্ছে তাঁতের লুঙ্গি সাথে অনেক কিছু।
বিলেতি হয়ে এখন আমরা জিন্স, হাফপ্যান্টে দক্ষ।
অনেক আজ বলে আবার—-
বাংলাটা নাকি ঠিক আসেনা–
বিলিতি ভাষার দৌলতে—
বর্ণপরিচয় মুখ ঢেকেছে ,
ইংরেজি বইয়ের তলাতে।
হারিয়ে যাচ্ছে সেই স্বাদে ভরা
হরেক ব্যঞ্জন আর ঝোল—-
পিঠেপুলির জায়গা নিয়েছে ,
কেক, চাউমিন আর রোল।
আমাদের আজ বাংলা ভাষায়–
বলতে কথা লজ্জা পায়।
সাহিত্য, কবিতা, গান গুলি তাই ,
জীবন থেকে দিচ্ছে বিদায়।
অসহায় মা , বাবার স্থান হয়নি,
সভ্য সংস্কৃতি বিলাসে।
ছোট পরিবার, সুখি পরিবার,
একান্নবর্তী সংসার আজ ইতিহাসে।
চলন , বলন , আদব কায়দা
কথাবার্তা, জন্ম যেন বিলেতে।
হায় !! সংস্কৃতি গুড নাইটে
স্বপ্নটা দেখিস এই বাংলাতে।
Kamrun Nahar এর fb id থেকে।