নড়াগাতি থানা পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া টাকা উদ্ধার পূর্বক মালিককে ফেরত দিল পুলিশ।
মোঃহাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশের তৎপরতায় এক মহিলার হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করে ফেরত দিয়েছে নড়াগাতি থানা পুলিশের সদস্যরা। পুলিশ সূত্রে জানা যায়,১৮ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৯টার সময় যোগানিয়া গ্রামের নওয়াব আলী খাঁনের মেয়ে শারমিন আক্তার (২৬) পিতার বাড়ি থেকে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। পথিমধ্যে যোগানিয়া থেকে পুটিমারি সড়কের কোনো এক অজ্ঞাত স্থানে তাহার ভ্যানিটি ব্যাগে রাখা ১০ হাজার টাকা অসতর্কভাবে পড়ে যায়। পুটিমারি পৌঁছানোর আগেই তিনি হঠাৎ তার সাথে থাকা ভ্যানিটি ব্যাগ টি খুলে দেখেন যে, তার ভ্যানিটি ব্যাগের মধ্যে রাখা ছোট টাকার ব্যাগটি নেই। তাৎক্ষণিক ভাবে তিনি নড়াগাতি থানা পুলিশকে অবগত করিলে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার নির্দেশে নড়াগাতি থানার এস আই সাখাওয়াত হোসেন অত্যন্ত দক্ষতার সহিত আশপাশের লোকজনের সহিত আলোচনা করে জনৈক এক ইজিবাইক ড্রাইভার এর নিকট হতে টাকাটি উদ্ধার করেন। ইজি বাইকের ড্রাইভার এক পর্যায়ে জানায় যে, তিনি রাস্তার মধ্যে ব্যাগটি পেয়েছেন। পর নড়াগাতি থানার এসআই সাখাওয়াত হোসেন অফিসার ইনচার্জ এর মাধ্যমে টাকাগুলো প্রকৃত মালিক শারমিনের নিকট বুঝিয়ে দেন।
টাকা পাওয়ার আনন্দে শারমিন আক্তার বলেন যে, তিনি সাংসারিক প্রয়োজনে বাবার বাড়ি থেকে টাকাগুলো নিয়ে স্বামীর বাড়ি যাইতে ছিলেন। টাকাগুলো পুলিশের মাধ্যমে ফেরত পেয়ে তিনি অত্যন্ত খুশি হন এবং টাকাগুলো পেয়ে বারবার শারমিন আক্তার বলতে থাকেন এ যুগেও এখনো ভালো মানুষ আছে।তিনি নড়াগাতি থানার পুলিশের জন্য মহান আল্লাহর নিকট খুশিতে দোয়া করেন।