কথা রাখেনি সিডিএ, ঘোর অন্ধকারে বায়েজিদ লিংকরোড!
রায়হান হোসাইন, বিভাগীয় প্রধান, চট্টগ্রামঃ-
দুইপাশে পাহাড়, তার মাঝে ছয় কিলোমিটার সড়ক। ২০২০ সালের সেপ্টেম্বরে ‘বায়েজিদ লিংক রোড’ নামের এ সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেয় নির্মাণ সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এরপর দিনের বেলায় পাহাড় ঘেরা এই সড়কটি হয়ে উঠে নগরবাসীর বিনোদনের খোরাক। তবে সূর্য নামতে না নামতেই তৈরি হয় রীতিমতো ভীতিকর পরিবেশ। কেননা উদ্বোধনের ১৬ মাস পেরিয়ে গেলেও সড়কটিতে বাতি লাগাতে পারেনি নির্মাণ সংস্থা।
সড়ক বাতি না থাকায় নির্জন ও অন্ধকার পরিবেশের সুযোগ নিয়ে গেল এক বছরে খুনের ঘটনা ঘটেছে তিনটি। এছাড়াও প্রায় ঘটে ছিনতাই-চুরিসহ নানা অপ্রীতিকর দুর্ঘটনা। তবে পরিবেশের মামলা এবং প্রকল্প ব্যয় বাড়ার অজুহাতে সড়ক বাতির মতো গুরুত্বপূর্ণ কাজটি করতে পারেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।