দিনাজপুর র্যাবের অভিযানে ৯৯০ পিচ ইয়াবাসহ আটক-২
হাবিব-দিনাজপুরে র্যাবের অভিযানে ৯৯০পিচ্ ইয়াবা ট্যাবলেট সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫।
সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে
গত (১৫জানুয়ারি) ২০২২ ইং তারিখ ২:৪৫ ঘটিকায় দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন পৌরসভার ১নং ওয়াডস্থ চন্ডিপুর এলাকার (হাকিমপুর চৌরাস্তা হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গামী পাকা রাস্তার) পাশে অভিযান পরিচালনা করে ৯৯০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ২জন মাদক ব্যবসায়ী আটক করেন।
আসামীরা হলো ১। মোঃ জামিরুল ইসলাম(২৯), পিতা-মৃত হেছাব মন্ডল, সাং-দৈবকনন্দনপুর, থানা-পাঁচবিবি, জেলা- জয়পুরহাট, ২। মোঃ গোলাম আজাদ(৫৫), পিতা- মৃত আছরম আলী, সাং-নওদাপাড়া, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুরদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।