দেশের সর্ববৃহৎ হাড়ি বিদ্যানন্দে!
মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম।
বিদ্যানন্দের অন্যন্য মানবিক ও সেবামূলক কার্যক্রমে আলোচিত হচ্ছে দেশ বিদেশে।দেশের সর্ববৃহৎ হাড়ি এখন বিদ্যানন্দে! দশ হাজার মানুষের জন্য একবারেই রান্না করা সম্ভব হবে এখানে।
না,এক টাকাও খরচ করিনি, দান হিসেবে দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক দাতা পরিবার।
ধর্মীয় আয়োজনে পরিবারটি প্রতিবছর মানুষকে আহার করাতেন, পিতার মৃত্যুর পর সে আয়োজন বন্ধ রয়েছে।
পিতার সে স্মৃতি একমাত্র বিদ্যানন্দই চালিয়ে নিতে পারবে, এমন বিশ্বাসে পরিবার এই হাড়িটি তুলে দিয়েছেন আমাদের হাতে।
বন্যাদূর্গত মানুষ এবং কুরবানের আয়োজনে আমরা এই হাড়ি ব্যবহারের পরিকল্পনা করেছি।
বহুল আলোচিত হাড়িটির বিষয়ে জানতে- বিদ্যানন্দের ব্যান্ড ম্যানেজার(ইমেজ এন্ড কমিনেকেশন)সালমান খান ইয়াছিন বলেন-নাম প্রকাশে অনিচ্ছুক কোন এক দানবীর উক্ত হাড়িটি ব্যবহার করতেন। করোনায় তিনি মারা গেছেন।
এবং তার পরবিার পিতার সে স্মৃতি একমাত্র বিদ্যানন্দই চালিয়ে নিতে পারবে,এমন বিশ্বাসে পরিবার এই হাড়িটি তুলে দিয়েছেন আমাদের হাতে l আমরা এখনো বাস্তবে
কার্যক্রমে শুরু করিনি। তবে সর্বপ্রথম কুড়িগ্রামে আজকে আমরা কেবলমাত্র প্রস্তুতি নিচ্ছি।
আর উক্ত হাড়িটি কার্যক্রমে যখন শুরু করব তখন আমরা অফিসিয়ালী সবাইকে জানাব। উক্ত হাড়িটি যার বয়স বয়স ২০বছর।যিনি হাড়িটি ব্যবহার করতেন ধর্মীয় আয়োজনে পরিবারটি প্রতিবছর মানুষকে আহার করাতেন,ধর্মীয় আয়োজনে।