কুমিল্লা জেলার কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত চক্রের তিন নারীসহ পাচঁজনকে গ্রেপ্তার।
লুৎফুর রহমান রাকিব চৌধুরী কুমিল্লা জেলা প্রতিনিধি। কোতোয়ালি।
কুমিল্লা জেলার কোতোয়ালি থানা হতে পরিকল্পিতভাবে নারী দিয়ে ফাদঁ পেতে টাকা আত্মসাৎ চক্রের তিন নারীসহ পাচঁজনকে গ্রেফতার ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১•সিপসি -২ কুমিল্লায় একটি অাভিযানিক দল গত ১৩জানুয়ারী কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কে জিম্মি করে র্যাবের পরিচয় দিয়ে টাকা আত্নসাৎ চক্রের তিন নারীসহ পাচঁজনকে গ্রেফতার। গ্রেফতারকৃত প্রতায়করা হলো ১| আনোয়ার ৩৫ ২| মো জুম্মান ৩৪ ৩| হাসি আক্তার ২৫ ৪| জোসনা আক্তার ২৩ এবং ৫| মিন্নি আক্তার ১৮।