রাজারহাটে স্কুলগামী শিক্ষার্থীদের ফাইজার টিকা প্রদান,,
সোহেল রানা,কুড়িগ্রামঃ
স্কুল-কলেজে অধ্যয়নরত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা
ভাইরাসের প্রতিষেধক ফাইজার টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার।
এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১৩ জানুয়ারী রাজারহাট সরকারী মীর ইসমাইল হোসেন কলেজএ ১৮৭৮ জন ও নাজিমখান স্কুলে ১৫৫২ জন সর্বমোট ৩৪৩০ জন শিক্ষার্থীকে টিকাদানের মধ্য দিয়ে এ কর্মসূচির যাত্রা শুরু হয়।
এ ব্যাপার রাজারহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশাদুজ্জামান জুয়েল বলেন,সরকারের এ সিদ্ধান্ত এল,প্রাথমিক পর্যায়ে ৩০ লাখ শিক্ষার্থীকে টিকাকরণ করা হবে।
সেক্ষেত্রে অগ্রাধিকার পাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা রাজারহাট এ সর্বমোট প্রায় ১৪০০০ শিক্ষার্থীকে এই টিকাদান কার্যক্রম এর আওতায় ২ ডোজ ফাইজারের টিকা দেয়া হবে।
মোট ৩ টি কেন্দ্রে,সরকারী মীর ইসমাইল হোসেন কলেজ,নাজিমখান ও সিংগেরডাবড়িরহাট।
রাজারহাট উপজেলার সকল শিক্ষার্থীদের পর্যায়ক্রমে ১৫ ই জানুয়ারির মধ্যে এই টিকা দেয়া হবে বলে জানান।