আলহামদুলিল্লাহ!
টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ন আমতলী সমাজ উন্নয়ন ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে তারেক মনোয়ার হুজুরের হাত ধরে কালেমার বাণী পড়ে মুসলমান হয়েছেন এক ভাই। কিছুক্ষণ পর আনুষ্ঠানিক ভাবে পুনরায় জনসম্মুখে তারেক মনোয়ার হুজুরের হাত ধরে কালিমার বাণী পড়বেন ইনশা-আল্লাহ।
মহান আল্লাহ তা’য়ালা এই ভাইকে অতীতের সব গুনাহ মাফ করে আগামী দিনের জন্য ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক আমিন।